Skip to content
Jonotar Alo
Menu
  • Home
  • Daily News
  • Politics
  • Lifestyle
  • Tech
  • About Us
  • Write To Us
Menu

আবদুল হামিদের সেফ এক্সিটের নেপথ্যের কারিগর জামায়াতের নেতা জিহাদ খান

Posted on May 9, 2025

:::এক্সক্লুসিভ:::
আবদুল হামিদের সেফ এক্সিটের নেপথ্যের কারিগর জামায়াতের নেতা জিহাদ খান এবং এয়ারপোর্ট ইমিগ্রেশনের ডিআইজি মোয়াজ্জেম হোসেন!!

বিশেষ প্রতিবেদন: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে নিয়োজিত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত তাহসীনা আরিফ ও এসবির সহকারী উপপরিদর্শক মো. সোলায়মানকেও প্রত্যাহার করা হয়েছে। অথচ আমার হাতে আসা অভিবাসন পুলিশের করা সাধারণ ডায়েরির একটি অনুলিপি অনুযায়ী, আবদুল হামিদ ও তার দুই আত্মীয়ের বিদেশ যাত্রার আগে সহকারি পরিচালক পদমর্যাদার একজন এনএসআই কর্মকর্তা ও ডিজিএফআইতে কর্মরত একজন উইং কমান্ডার অনাপত্তি প্রদান করেন। ঘটনার আরো গভীরে প্রবেশ করলে জানা যায়, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যদের “ম্যানেজ” করার পাশাপাশি ; ডিআইজি (ইমিগ্রেশন) হিসেবে কর্মরত মোয়াজ্জেম হোসেনকেও ম্যানেজ করেন আবদুল হামিদের শ্যালক এবং কিশোরগঞ্জ ৩ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী কর্নেল (অব) জিহাদ খান। মূলত এই জিহাদ খানের কথাতেই মিলেছে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স। দেশের এয়ারপোর্টের সবচেয়ে প্রভাবশালী পুলিশ কর্মকর্তার পদটি দিয়ে রাখা হয়েছে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে পরিচিত; ইমিগ্রশনের ডিআইজি মোয়াজ্জেম হোসেনকে। আবদুল হামিদের শ্যালক এই জিহাদ খানের সাথে জামায়াতে ইসলামীর জন্য নিবেদিতপ্রাণ এয়ারপোর্টের ডিআইজি মোয়াজ্জেম হোসেনের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরেই, মোয়াজ্জেম হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আবদুল হামিদকে দেশ ছাড়ার ক্লিয়ারেন্স দেয়া হয়। অথচ এই ক্রিমিনাল ডিআইজি মোয়াজ্জেমকে তার পদে এখনো বহাল রেখে; মাঠ পর্যায়ের নিতান্তই সাধারণ পুলিশ কর্মকর্তা: হাছান চৌধুরী, তাহসীনা আরিফ ও সোলায়মানকে প্রত্যাহার করা হলো। অথচ তারা সকলেই জাস্ট তাদের বস ডিআইজি মোয়াজ্জেমের আদেশ বাস্তবায়ন করেছে মাত্র! এ যেন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে দেয়ার মতো ঘটনা! আমি যেই তথ্য ফাঁস করলাম, সেটা জেনে- বুঝেই এবং দায়িত্ব নিয়েই ফাঁস করলাম! এয়ারপোর্টের ডিআইজি হিসেবে যদি মোয়াজ্জেম হোসেনকে বহাল রাখা হয়, আগামী দিনেও এরকম আরো অনেক আওয়ামী দোসরকেই সেফ এক্সিট তিনি দিবেন। অবিলম্বে ডিআইজি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আবদুল হামিদের শ্যালক জামায়াত নেতা জিহাদ খানকেও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।

Recent Posts

  • কথার ফুলঝুরি দিয়ে রাজনীতি করার দিন শেষ: আমীর খসরু
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষমুখে কাপড় বেঁধে শিক্ষার্থীদের ওপর হামলা করা ব্যক্তিরা কারা
  • শিক্ষকদের অবরুদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলার পর কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ
  • ছেলের অপেক্ষায় এখনো চোখের পানি ফেলেন বৃদ্ধ বাবা
  • নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা কমিশনের কাজ : ইসি সানাউল্লাহ

About Us

নতুন সম্ভাবনা নিয়ে পথচলা শুরু করল "জনতার আলো"। এই পত্রিকা সমাজের কথা বলবে নির্ভীকভাবে, তুলে ধরবে জনতার আওয়াজ। সত্য, সচেতনতা ও পরিবর্তনের বার্তা নিয়েই আমাদের এই প্রচেষ্টা।

  • Home
  • Daily News
  • Politics
  • Lifestyle
  • Tech
  • About Us
  • Write To Us

Connect With Us

নতুন ধারায় সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়েই আমাদের যাত্রা। জনগণের অধিকার, উন্নয়ন আর গণতন্ত্রই হবে আমাদের লেখার মূল শক্তি। "জনতার আলো" হবে আপনাদের বিশ্বাসের প্রতিচ্ছবি, আপনাদের কণ্ঠস্বর।

©2025 Jonotar Alo | Design: Newspaperly WordPress Theme