রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ হবে।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মিরপুর মডেল থানার আওতাধীন পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণি এলাকায় ওই দুইজনের মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের মিরপুর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে। ইতোমধ্যে মরদেহ দু’টির সুরতহাল তৈরি করা হয়েছে। সেই সঙ্গে হত্যার গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে।
বিস্তারিত আসছে…